,



মতলবে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন রয়েছে…………. ইউএনও শারমিন আক্তার

নূরে আলম নূরীঃ   মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার বলেন, মতলব উত্তরে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন রয়েছে। আজকের রথ উৎসবেই প্রমাণ করে। আপনারা আপনাদের প্রতিটি ধর্মীয় অনুষ্ঠান সুন্দরভাবে আনন্দঘন পরিবেশে উদযাপন করবেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগীতা করা হবে।

৪ জুলাই আন্তর্জাতিক কৃষ্ণভাবনামিত সংঘ ইসকন কর্তৃক আয়োজিত চরপাথালিয়া বিদ্যালয় মাঠে রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়। রথ উৎসব কমিটির সভাপতি রবীন্দ্র নারায়ণ রায়ের সভাপতিত্বে ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মতলব উত্তর উপজেলা শাখার সাধারণ সম্পাদক রোটারিয়ান শ্যামল চন্দ্র দাসের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) শুভাশিষ ঘোষ, মতলব উত্তর থানার ইন্সপেক্টর (তদন্ত) মোরশেদুল আলম ভূইয়া।

আরো বক্তব্য রাখেন ব্যারিস্টার আইরিন সুলতানা, উৎসব কমিটির সাধারণ সম্পাদক বৈদ্যনাথ সাহা, মন্দির কমিটির সভাপতি বাক্যদাস বক্ষ্মচারী।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে ক্রেস্ট প্রদান করা হয়। পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথি রথটানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। আগামী শুক্রবার উল্টোরথ অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category