,



হাজীগঞ্জে আগুনে পুড়েছাঁই হয়েগেছে পাঁচ পরিবারের সর্বস্ব

 স্টাফ রিপোর্টারঃ  হাজীগঞ্জে আগুনে পুড়েগেছে পাঁচ পরিবারের বসতঘরসহ সর্বস্ব। বুধবার দুপুরে উপজেলার কালোচোঁ উত্তর ইউনিয়নের মাড়কি বক্সেআলী মজুমদার বাড়িতে এ ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে প্রাথমিকভাবে নির্ধারণ করেছে দমকল বাহিনী।

এ ঘটনায় উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

দমকল বাহিনী ও স্থানীয়দের সূত্রে জানা যায়, ওই বাড়ির বারেকের বসতঘরের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তে আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে।

এ সময় আগুন নেভাতে স্থানীয়রা প্রাথমিকভাবে চেষ্টা চালায়। খবর পেয়ে হাজীগঞ্জ দমকল বাহিনীর দুটি ইউনিট আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর তা নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ওই বাড়ির মৃত আমজাদ আলীর ছেলে বাদশা মিয়া, বাদশা মিয়ার ছেলে শাহজাহান ও কবির, মৃত ছামেদ মিয়ার ছেলে বিরাম খাঁ ও সফিকুর রহমানের বসতসহ পাঁচটি পরিবারের বসতঘরসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

তবে স্থানীয়রা ধারণা করছেন আগুনে ওই পরিবারগুলোর কমপক্ষে অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মানিক হোসেন প্রধানিয়া জানান, আগুনে পুড়ে যাওয়া পরিবারগুলোর পরিধেয় বস্ত্র ছাড়া কিছুই নেই। এ বিষয়ে স্থানীয় সাংসদসহ প্রশাসনকে বিষয়টি অবগত করেছেন।

হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সিদ্দিকুর রহমান বলেন, আমাদের দুটি গাড়ি গিয়ে প্রায় এক ঘণ্টা ১০ মিনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে আগুনের খবর পেয়ে শুকনা খাবারসহ বিভিন্ন ত্রাণ সামগ্রী নিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মাঈনুদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category