,



লাইফ সাপোর্টে এরশাদ: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ  সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে চিকিৎসাধীন বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে দেখতে গিয়েছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালিক। মন্ত্রী সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে জাপা চেয়ারম্যানকে দেখতে যান।

পরে তিনি সাংবাদিকদের বলেন, এরশাদের শারীরিক অবস্থা আগের চেয়ে স্থিতিশীল রয়েছে। একটু ইমপ্রুভ করেছে। এখনও তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। এ সময় জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের এবং মহাসচিব মসিউর রহমান রাঙ্গাসহ জাতীয় পার্টির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ৯০ বছর বয়সী এরশাদ রক্তে সংক্রমণ ছাড়াও লিভার জটিলতায় ভুগছেন। গত ২৭ জুন তাকে সিএমএইচে ভর্তি করা হয়। খবর বাসসের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category