,



মতলবে ছেলের হাতে বাবা খুন, ছেলে আটক

 ফজলে রাব্বী ইয়ামিনঃ  মতলব দক্ষিণ উপজেলায় ছেলের হাতে বাবা খুন হওয়ার ঘটনা ঘটেছে। বাবা দুদু গাজী (৬০) এর ছেলে হোসেন গাজী (২৬) পিরি দিয়ে মাথায় আঘাত করে তাকে হত্যা করেছে।

বুধবার (১৯ জুন) বিকেল ৪টায় উপজেলার উত্তর উপাদী গ্রামের গাজী বাড়িতে এই ঘটনা ঘটে। এই ঘটনায় পুলিশ অভিযুক্ত ছেলে হোসেন গাজীকে আটক করেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার বিকেলে দুদু গাজী স্থানীয় বাজার থেকে বাড়ি ফিরতে হোসেন তার উপর চড়াও হয়। এসময় ঘরে থাকা পিরি দিয়ে হোসেন তার বাবার মাথায় আঘাত করলে তিনি মাটিতে পড়ে যায়। পরে আশপাশের মানুষজন দুুদু গাজীকে উদ্ধার করে মতলব দক্ষিণ হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। দুদু গাজী স্থানীয় শান্তিনগর বাজারে পান বিক্রি করতেন। তার ৪ ছেলে ৩ মেয়ে রয়েছে। হোসেন মানসিকভাবে অসুস্থ্য বলে জানা যায়।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম ইকবাল বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। এসময় অভিযুক্ত হোসেন গাজীকে আটক করা হয়েছে। নিহতের ছেলে হোসেন গাজী মানসিকভাবে অসুস্থ্য বলে আমরা জানতে পেরেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category