,



আমি তোমাকেই ভালবাসি

 

আমি বলিনি আমাকে ভালবাসতেই হবে;
আমি বলিনি রিক্সায় করে সারা শহর
আমার সাথে ঘুরতে হবে;
আমি বলিনি জোৎস্না রাতে আমার হাত ধরে
রেল লাইনে হাঁটতে হবে;
আমি বলিনি ক্লাস শেষে আমার অপেক্ষায়
ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে ;
আমি বলিনি আষাঢ়ের ঘন বরষায়
আমার সাথে খোলা আকাশের নিচে ভিজতে হবে;
কিংবা একই ছাতার নিচে গাঁয়ের মেঠো পথে হাটতে হবে;
আমি বলিনি উত্তাল ঢেউয়ের মধ্যে
আমার সাথে নৌকায় বেড়াতে হবে;
আমি বলিনি সমুদ্র সৈকতে রোদ্রস্নানে
আমার সঙ্গী হতে হবে;
কিংবা সাগরের উত্তাল ঢেউয়ে হারিয়ে যাওয়ার সময়
মৃত্যুর ঝুঁকি নিয়ে আমার হাত দুখানা টেনে ধরতে হবে;
আমি বলিনি অহর্নিশি আমাকে নিয়ে ভাবতে হবে;
জানি তুমি আমাকে কোন দিন ভালবাসবেনা,
তবুও আমি বলব, “আমি তোমাকে ভালবাসি,ভালবাসি,ভালবাসি;
আমি তোমাকেই ভালবাসি।”

 

এম আব্দুল আজিজ শিশির, সহকারি শিক্ষক (ইংরেজি)
চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়,চাঁদপুর ও সাংগঠনিক সম্পাদক চাঁদমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category