,



একই ব্যক্তির বিরুদ্ধে দুই অভিযোগমতলবে সরকারী খাল দখল করে অবৈধভাবে দোকান নির্মাণ

নিজস্ব প্রতিবেদক: মতলব পৌরসভার বরদিয়া আড়ং বাজার সংলগ্ন মোবারকদীতে মতলব-বাবুরহাট সড়কের পাশের খাল দখল করে চলছে অবৈধভাবে দোকান ঘর নির্মাণ। সরকারের নির্দেশ উপেক্ষা করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগে একই ব্যক্তির বিরুদ্ধে দুই অভিযোগ।
জানা যায়, ওই এলাকার মোঃ সিদ্দিকুর রহমানের ছেলে মোঃ বিল্লাল হোসেন স্থানীয় প্রশাসনকে বৃদ্ধাআঙ্গুলি দেখিয়ে গত বছর উপজেলার ১৮০নং মোবারকদী মৌজার দাগ নং- ৩৪০, শ্রেণি খাল, ১নং খতিয়ানে সরকারি জায়গার উপর দোকানঘর নির্মান করে। সরকারি সম্পত্তিতে অবৈধভাবে দোকান নির্মাণের কারণে মতলব পৌর ভূমি অফিস থেকে তাঁর বিরুদ্ধে উচ্ছেদ মামলা করা হয়। কিন্তু সেই উচ্ছেদ মামলার কোন নিস্পত্তি না হতেই চলতি বছরের জুন মাসে রাতের আধাঁরে ওই সরকারি সম্পত্তিতে আরেকটি দোকানঘর নির্মাণ করে বিল্লাল হোসেন।
অবৈধভাবে ফের দোকানঘর নির্মাণ করার বিষয়ে মতলব পৌর ভূমি অফিসের কর্মকর্তা মোঃ হাবিব উল্ল্যাহ পাটোয়ারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূসরাত শারমিনের নিকট একটি অভিযোগ দেন।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নূসরাত শারমিন জানান, কোন অবস্থাতেই সরকারি জায়গা দখলকারীদেরকে প্রশ্রয় দেওয়া হবে না। বিষয়টি আমি জেনেছি। এ ব্যাপারে উচ্ছেদ মামলা করা হয়েছে। অচিরেই উচ্ছেদ অভিযান চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category