,



মতলবে দুই লঞ্চের চাপায় নিহত ১

নূরে আলম নূরীঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে দুই লঞ্চের চাপায় ফজলুল হক (৪৫) নামে একজন নিহত হয়। সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে মোহনপুর লঞ্চঘাটে নারায়ণগঞ্জগামী এমভি আমির ও ঢাকাগামী এমভি মানিক নামের লঞ্চের চাপায় সে মারা যায়।

মতলব উত্তর উপজেলার মিলারচর গ্রামের জলিল মিয়ার ছেলে ফজলুল হক নারায়ণগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে মোহনপুর লঞ্চঘাটে আমির লঞ্চে উঠতে গিয়ে দুই লঞ্চের ধাক্কায় মাঝখানে পড়ে যায়। মারাত্মকভাবে আহত হলে তাকে দ্রুত মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ফজলুল হককে মৃত ঘোষণা করে।

মোহনপুর লঞ্চ ঘাটের ইজারাদার আবু মুসা জানায়, দুই লঞ্চের চাপায় ফজলুল হক নামের একজন যাত্রী আহত হলে আমরা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা হাসপাতালে প্রেরণ করি।
উপজেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আকলিমা জাহান জানায়, রোগীকে হাসপাতালে আনার আগেই সে মারা যায়। তারপরেও আমরা পরীক্ষা-নিরীক্ষা করে বিষয়টি নিশ্চিত হই।

স্থানীয় কলাকান্দা ইউপির সাবেক মেম্বার হাবিবুর রহমান জানায়, দুই ছেলে ও এক কন্যা সন্তানের জনক ফজলুল হক ঢাকায় তার ভাই মৃত আলী আরশাদ মিয়াজীর দোকানে চাকরি করতেন। পরিবারের সাথে গ্রামে ঈদ কাটিয়ে ঢাকায় কর্মস্থলে ফিরছিলেন ফজলুল হক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category