,



কষ্টের অনুভুতি…………..এম.আর হারুন

 

কখনো যদি তোমার নীল চোখ বেয়ে
গড়িয়ে পড়ে সাগরের জল
ভেবে নিবো তোমার দুঃখ আছে।
এমনি একটা সময় পার হয়ে যাবে
কষ্টের অনুভুতিরা আপন মহিমায়
তোমার বুকে বাসা বাধবে।
মনে পড়ে কি তোমার?
ভোরের শিশির মাড়িয়ে ফুল বাগানে
মৌমাছির সাথে ঘুরে বেড়াতে
তোমার রূপে ফুলেরাও লজ্জা পেতো।
দিন গড়িয়ে সন্ধ্যা হতো
সারাদিনের সুর্যটা পশ্চিম দিগন্তে যখন লুকাতো
তখন সাত রঙে রংধনু দেখতে।
রাত হয়ে এলো, জোছনার আকাশ
অগনিত তারার মেলা,
তুমি নীল শাড়ি পড়ে ফুলের বাগানে আসতে
হাসনা হেনা ফুলের সুবাসে মৌ মৌ
পুর্নিমা রাত।
কখন যে জোছনা লুকিয়ে গেলো আধারে
অন্ধকার হয়ে গেলো সারা পৃথিবী
তখন তুমি ফিরে এলে…।

বিছানার চাদরটি ঝেরে বালিশের উপর
মাথা রেখে ঘুমিয়ে পড়লে
দুঃস্বপ্ন তোমায় জাগিয়ে তুললো।

এখনতো বিলাসিতার মুহুর্ত
তবে কেনো দুঃস্বপ্ন তোমায় তাড়া করে
একটুও কি ভেবেছো
তোমাকে যে আপন ভাবে, ভালোবাসে
সে হয়তো দিবানিশী কল্পনা কাটিয়ে দেয়।

এখন আর তোমার চোখের কোনে জল নেই
সমুদ্রসম অবকাশ নেই, তুমি মুক্ত।
ফুল গুলো ঝরে গেছে
দল বেধে মৌমাছি নেই
কুয়াশা ভরা ঘাস নেই
হাসনা হেনার সুবাস নেই
আকাশে রঙধনু নেই
রাতের চাঁদ নেই
হাজার কোটি তারা নেই,
আছে শুধু মরীচিকা!
২৬/০৪/১৯

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category