,



হৃদয়ের ক্ষত………….. এম. আর হারুন

হৃদয়ের ক্ষত দেখিতে চাও তুমি
আমার জ্বলছে যাওয়া দেহ
বুকের ভিতর পোড়া দগ্ধ বহতা
জানি আসবে না কেহ।

অঙ্গার হতে হতে হলুম ছাই
আরতো নাই কিছু বাকি
তোমার অজানাকে জানতে গিয়ে
শুধুই পেলাম ফাঁকি।

মাথার উপর সুর্যটা দাড়িয়ে
তীব্র খরতাপে ঘাম গড়িয়ে পরে
মাটি চুশে নেয় আমার স্বপ্ন বহর
অকাতরে বিলুপ্ত হয় ভাঙ্গনের তরে।

এ জীবনে কিছুই রইলো না
যা চেয়েছো সব দিয়েছি তোমায়
এখন আমি শূন্য মহা মানব
কত শত যন্ত্রনা দিয়েছো আমায়।

এখন আমার একলা পথ
চারিদিকে নেইতো কোলাহল
স্তব্দ হয়ে গেছে শূন্যতাও
বকে যাও আবোলতাবোল।

তুমি এখন আগের মতো নও
বিশৃংখলার চয়নে মেতে থাকো
তুমি এখন অন্যের ঘরনি
নাইবা আমায় মনে রাখো।
২০/০৪/১৯

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category