নূরে আলম নূরী: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৩১.০১.২০১৯ বৃহস্পতিবার মতলব উত্তর উপজেলার মায়া বীর বিক্রম অডিটোরিয়ামে মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে জেলা আওয়ামীলীগের কমিটির কাছে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে ১০ জন দলীয় মনোনয়ন জমা দেন।
চেয়ারম্যান পদে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মনজুর আহমদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট রুহুল আমিন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, ঢাকা মহানগর আওয়ামীলীগের সাবেক উপদেস্টা হাসান ইমাম, প্রতিরক্ষা মন্ত্রনালয়ের সাবেক যুগ্ম সচিব আব্দুর রশিদ সরকার, উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি মোখলেছুর রহমান মাস্টার, কেন্দ্রীয় যুবলীগের নেতা রিয়াজুল হাসান রিয়াজ সাবেক কেন্দ্রী ছাত্রলীগ নেতা আতিকুল ইসলাম শিমুল, জহিরাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গাজী মুক্তার হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মনজুর মোর্শেদ সুইট আবেদন করেছেন।
নতুন মুখের দলীয় নমিনেশন দেওয়া উচিত
নতুন মুখের দলীয় নমিনেশন দেওয়া উচিত