,



৬ষ্ঠ বারের মতো নৌকা প্রতীক পেলেন মায়া চৌধুরী

শামসুজ্জামান ডলারঃ  সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬ষ্ঠ বারের মতো আওয়ামীলীগের নৌকা প্রতীক পেলেন চাঁদপুর-২(মতলব উত্তর-দক্ষিন) নির্বাচনী আসনের মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম।
আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনা ১৯৮৬, ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০১৪ এবং সর্বশেষ ২০১৮সালে স্বাধীনতা যুদ্ধে বীরবিক্রম উপাধী পাওয়া মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এমএ ডাবল এলএলবি কে নৌকা প্রতিক উপহার দেন। তাঁর নির্বাচনী এলাকায় উপজেলা ২টি, ইউনিয়ন ২০টি এবং ভোটার সংখ্যা ৩লক্ষ ৯২ হাজার ৫৪৩। এর মধ্যে পুরুষ ভোটার ১লক্ষ ৯৮হাজার ১১৫ এবং নারী ভোটারের সংখ্যা ১লক্ষ ৯৪হাজার ৪২ ভোট।
মায়া চৌধুরী তাঁর নির্বাচনী এলাকায় প্রচুর সংখ্যক কাচা-পাকা রাস্তা নির্মান, শিক্ষা প্রতিষ্ঠান নির্মান, যোগাযোগ সহজ করতে ব্রীজ-কালভার্ট নির্মান, রাস্তা ও জনগুরুত্বপূর্ন স্থানে প্রচুর সংখ্যক সোলার লাইট স্থাপন, কয়েকটি আশ্রয়নপ্রকল্প,গুচ্ছগ্রাম ও বীর নিবাস নির্মান, উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, উপজেলা শিল্পকলা একাডেমী ভবন নির্মানসহ ব্যপক উন্নয়ন কর্মকান্ড করেছেন। মতলববাসীর বহুদিনের প্রতীক্ষিত মতলব সেতু নির্মাণও তাঁর হাত ধরেই। এছাড়াও মেঘনার চরে বিশেষ অর্থনৈতিক অঞ্চল, আধুনিক বীজাগার, ফরাজীকান্দিতে আইসিটি পার্ক নির্মানের অগ্রগতিও উল্লেখ করার মতো।
মায়া চৌধুরীর কাছে মতলববাসীর এখন একটাই দাবী তা হলো কালিপুর-ভবেরচর ব্রীজ। যা নির্মান হলে রাজধানী ঢাকার সাথে মতলবের যোগাযোগ খুবই সহজতর হবে। এটি মতলববাসীর এখন প্রানের দাবী। ধীরে ধীরে সেই স্বপ্নটাও পূরনের দিকে এগুচ্ছে। কেননা, প্রাথমিক ব্যয় ৬শ’ কোটি টাকা ধরা হয়েছে এবং যার সয়েল টেস্টের কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে বলে জানাগেছে।
তিনি দীর্ঘ্য ৪০ বছর বৃহত্তর ঢাকা মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদকের দায়িত্বে ছিলেন।
মায়া চৌধুরীর মনোনয়ন পাওয়ার ব্যপারে মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও চাঁদপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মনজুর আহমদ বলেন, আমাদের নেতাকে আওয়ামীলীগের সভানেত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ৬ষ্ঠ বারের মতো মূল্যায়ন করেছে সে জন্য আমরা তাঁর কাছে কৃতজ্ঞ। ইনশাআল্লা আমরা মায়া চৌধুরীকে বিপুল ভোটের ব্যবধানে এমপি বানানো মধ্যদিয়ে প্রমান করবো মতলবের মানুষ অকৃতজ্ঞ না। সেই সাথ আমাদের নেতা মায়া চৌধুরীকে আবারো মন্ত্রী বানানো হবে সে বিশ্বাসও আমাদের আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category