,



চাঁদপুরের পাঁচটি আসনে আওয়ামীলীগের মনোনয়ন পেলেন যারা

ষ্টাফ রিপোর্টারঃ  একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে আওয়ামীলীগের মনোনয়ন ঘোষনা করা হয়েছে। এখানে নির্বাচনী আসন পাঁচটি হলেও খোজ খবর মতে এখানে নৌকা প্রতীকের চিঠি পেয়েছেন ছয়জন। আর সেটা হয়েছে নির্বাচনী আসন চাঁদপুর-১ (কচুয়া) এ। একজন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দিন খাঁন আলমগীর, অন্যজন এনবিআরের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ গোলাম হোসেন। এ নির্বাচনী আসনে উপজেলা ১টি আর এখানে ভোটার সংখ্যা ২লক্ষ ৬৫হাজার ৫১৩।

চাঁদপুর-২ (মতলব উত্তর – মতলব দক্ষিণ) আসনে আওয়ামীলীগের মনোনয়ন পেলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম। এ আসনে উপজেলা ২টি আর এখানে ভোটার সংখ্যা ৩লক্ষ ৯২হাজার ৫৪৩। চাঁদপুর-৩ (চাঁদপুর সদর-হাইমচর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী  ডা. দীপু মনি। এ আসনে উপজেলা ২টি এখানে ভোটার সংখ্যা ৪লক্ষ ২৯হাজার ৮৩৫। চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে আওয়ামীলীগের জাতীয় পরিষদের সদস্য ড. শামছুল হক ভূঁইয়া। এ আসনে উপজেলা ১টি এখানে ভোটার সংখ্যা ৩লক্ষ ৯হাজার ৬৮৫। চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী  মেজর(অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম। এ আসনে উপজেলা ২টি আর এখানে ভোটার সংখ্যা ৪লক্ষ ৮হাজার ৩৫০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category