,



চাঁদপুর-২ আসনে আওয়ামীলীগের মনোনয়নপত্র জমা দিলেন মায়া চৌধুরী ও দিপু চৌধুরী

ষ্টাফ রিপোর্টার: একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চাঁদপুর-২(মতলব উত্তর-মতলব দক্ষিন) আসনের মনোনয়ন প্রত্যাশী হিসেবে মনোনয়ন ফরম জমা দিলেন বৃহত্তর ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম ও মন্ত্রীপুত্র আওয়ামীলীগ নেতা সাজেদুল হোসেন চৌধুরী দিপু।
সোমবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপের হাতে মনোনয়ন ফরম জমা দেন।
এ সময় উপস্থিত ছিলেন- মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও চাঁদপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মনজুর আহমদ, ছেংগারচর পৌরসভার মেয়র আলহাজ্ব রফিকুল আলম জজ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম হাওলাদার, মতলব উত্তর উপজেলা ইউপি চেয়ারম্যান কল্যাণ সমিতির সভাপতি ও মোহনপুর ইউপির চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সামছুল হক চৌধুরী বাবুল, আওয়ামীলীগ নেতা আনিসুল হক, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ, উপজেলা ছাত্রলীগের আহবায়ক ও জেলা পরিষদ সদস্য মিনহাজ উদ্দিন খান, যুগ্ম আহ্বায়ক তামজিদ সরকার রিয়াদ, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রহমত উল্যাহ সরকার লিখন, যুবলীগ নেতা আহমদ উল্যাহ, উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি কামরুল হাসান মামুন’সহ দলীয় নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category