ঢাকাSaturday , 20 April 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আরো
  4. উপজেলা
  5. কচুয়া
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. চাঁদপুর সদর
  9. জাতীয়
  10. ধর্মীয়
  11. প্রচ্ছদ
  12. ফরিদগঞ্জ
  13. বিনোদন
  14. মতলব উত্তর
  15. মতলব দক্ষিন

হৃদয়ের ক্ষত………….. এম. আর হারুন

chandpur24
April 20, 2019 3:06 pm
Link Copied!

হৃদয়ের ক্ষত দেখিতে চাও তুমি
আমার জ্বলছে যাওয়া দেহ
বুকের ভিতর পোড়া দগ্ধ বহতা
জানি আসবে না কেহ।

অঙ্গার হতে হতে হলুম ছাই
আরতো নাই কিছু বাকি
তোমার অজানাকে জানতে গিয়ে
শুধুই পেলাম ফাঁকি।

মাথার উপর সুর্যটা দাড়িয়ে
তীব্র খরতাপে ঘাম গড়িয়ে পরে
মাটি চুশে নেয় আমার স্বপ্ন বহর
অকাতরে বিলুপ্ত হয় ভাঙ্গনের তরে।

এ জীবনে কিছুই রইলো না
যা চেয়েছো সব দিয়েছি তোমায়
এখন আমি শূন্য মহা মানব
কত শত যন্ত্রনা দিয়েছো আমায়।

এখন আমার একলা পথ
চারিদিকে নেইতো কোলাহল
স্তব্দ হয়ে গেছে শূন্যতাও
বকে যাও আবোলতাবোল।

তুমি এখন আগের মতো নও
বিশৃংখলার চয়নে মেতে থাকো
তুমি এখন অন্যের ঘরনি
নাইবা আমায় মনে রাখো।
২০/০৪/১৯

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।