ফজলে রাব্বী ইয়ামিন: বাংলা টেলিভিশনের চাঁদপুর জেলা প্রতিনিধি মানিক পাটওয়ারীর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মতলব প্রেসক্লাবের সভাপতি রোটা. গোলাম সারওয়ার সেলিম, সাধারণ সম্পাদক রোটা. শ্যামল চন্দ্র দাসসহ অন্যান নেতৃবৃন্দ।
শোক জানিয়েছেন মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি মাহবুব আলম লাভলু, সাধারন সম্পাদক শহিদুল ইসলাম খোকনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এক শোক বার্তায় তাঁরা মরহুমের বিদেহি আত্মাার মাগফিরাত কামনা এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
উল্লেখ্য, গত ২৩ জানুয়ারি দুপুরে মোটর সাইকেল যোগে হাজীগজ্ঞ যাওয়ার পথে বালুবাহী ট্রাক্টরের ধাক্কায় ইটিভির জেলা প্রতিনিধি মো: নিয়ামত হোসেন (৪৫) ও বাংলা টিভির মানিক পাটওয়ারী (৪২) গুরুতর আহত হন। পরে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্যে দুইজনকেই ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছিলো।পরে উন্নত চিকিৎসার জন্য নেয়া হয়েছে ঢাকার উত্তরা আরএমবি হাসপাতালে।শুক্রবার উত্তরার আরএমবি হাসপাতালেই মৃত্যুবরণ করেন (ইন্না…রাজিউন)।