ঢাকাTuesday , 2 July 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আরো
  4. উপজেলা
  5. কচুয়া
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. চাঁদপুর সদর
  9. জাতীয়
  10. ধর্মীয়
  11. প্রচ্ছদ
  12. ফরিদগঞ্জ
  13. বিনোদন
  14. মতলব উত্তর
  15. মতলব দক্ষিন

রোটারী ক্লাব অব মতলবের আয়োজনে ইয়ার লাঞ্চিং অনুষ্ঠিত

chandpur24
July 2, 2019 4:30 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার ঃ মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল ইসলাম বলেছেন, রোটারী ক্লাব একটি আন্তর্জাতিক সমাজসেবা মূলক প্রতিষ্ঠান। বিশ্বে দেশ, জাতি ও মানুষের কল্যাণে নিবেদিতভাবে কাজ করে যাচ্ছে রোটারী ক্লাব সমূহ। বিভিন্ন মতাদর্শের লোক হলেও রোটারী ক্লাবে এসে আত্মমানবতার সেবায় একত্রে নিজেদেরকে নিয়োজিত রেখেছেন এটা প্রশংসার দাবীদার। এ ক্লাব বিভিন্ন সময়ে ফ্রি মেডিকেল ক্যাম্প, ব্লাড ডোনেশান, হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করাসহ বিভিন্ন সমাজসেবা মূলক কাজ করছে। আমাকে আপনারা এ ক্লাবের অনারির মেম্বার করায় আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা ফ্রি মেডিকেল ক্যাম্প, ব্লাড ডোনেশান অব্যাহত রাখবেন এটা প্রত্যাশা করছি। এ ধরনের সমাজসেবা মূলক কর্মকান্ডে আমার সহযোগিতা থাকবে।

গত ১ জুলাই মতলব কমিউনিটি সেন্টারে ‘ইয়ার লাঞ্চিং’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। আর্ন্তজাতিক রোটারী ডিস্ট্রিক ৩২৮২ এর অন্তর্ভূক্ত রোটারী ক্লাব অব মতলবের আয়োজনে নতুন রোটারী বর্ষ শুরু অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোটারী ক্লাব অব মতলবের প্রেসিডেন্ট রোটা. মোহাম্মদ মোফাজ্জল হোসেন। এ সময় বক্তব্য রাখেন ক্লাবের জিএসআর রোটা. পিএজি ইঞ্জিনিয়ার মোঃ দেলোয়ার হোসেন, মতলব সূর্যমুখী কচি-কাঁচার মেলার পরিচালক ও শিশু সংগঠক মাকসুদুল হক বাবলু, চার্টার প্রেসিডেন্ট রোটা. ডা. একেএম মাহাবুবুর রহমান, আইপিপি রোটা. আফরোজা খাতুন, প্রেসিডেন্ট ইলেক্ট রোটা. আব্দুল হাই, ভাইস প্রেসিডেন্ট রোটা. গোলাম সারওয়ার সেলিম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক বিন জামান প্রমুখ। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন ক্লাবের সেক্রেটারী রোটা. শ্যামল চন্দ্র দাস। এ সময় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ থানার ইন্সপেক্টর তদন্ত মোঃ ইব্রাহিম খলিল, কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক ফারুক আহমেদ বাদল, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক বাদল নন্দী, গোলাম মোস্তফা, রোটারী ক্লাব অব মতলবের যুগ্ম সম্পাদক রোটা. রেদওয়ান আহমেদ জাকির, ট্রেজারার মোঃ মনির হোসেন, সার্জেন্ট এট আর্মস নুরুন নাহার আক্তার বকুল, ডিরেক্টর রোটা. কিশোর কুমার ঘোষ, রোটা. উত্তম কুমার ঘোষ, রোটা. ডা. নুসরাত জাহান মিথেন, রোটা. ডা. আয়েশা মাহবুব, সাংবাদিক কামাল হোসেন প্রমুখ। সভার শুরুতে জাতীয় সঙ্গীত ও রোটারী প্রত্যয় পাঠ করা হয়। অনুষ্ঠানের শুরুতে বিদায়ী প্রেসিডেন্ট ও সেক্রেটারী নবাগত প্রেসিডেন্ট ও সেক্রেটারীকে ফুল দিয়ে অভিনন্দন জানান।

উল্লেখ্য, মানবতার সেবায় নিবেদিত রোটারী ক্লাবের যাত্রা শুররুহয় ১৯০৫ সালে যুক্তরাষ্ট্রে। সে বছর রোটারীর জনক পল পার্সিভাল হ্যারিসের উদ্যোগে ভিন্ন ভিন্ন পেশার মাত্র ৪ জন সদস্য নিয়ে রোটারী আন্তর্জাতিকের পথচলা শুরু হয়। সেই থেকে আজও মানবতার সেবায় নিয়োজিত রয়েছে। বিশ্বে রোটারী ইন্টারন্যাশনাল ২০০ এর অধিক দেশে ৩৫,৫০০ বেশী রোটারি ক্লাব। আর বিশ্বের ৫৪১ টি রোটারী জেলায় ১২.৫০ লক্ষ রোটারিয়ান মানবতার সেবায় নিয়োজিত রয়েছেন। জাতিসংঘের পর বিশ্বের সর্ববৃহৎ সার্ভিস ক্লাব হিসেবে পরিচিত রোটারী ইন্টারন্যাশনাল।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।