স্টাফ রিপোর্টার ঃ মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা এএইচএম গিয়াস উদ্দিন বলেছেন, আজকের নবীন শিক্ষার্থীরাই আগামীদিনের দেশ গড়ার ভবিষ্যৎ। লেখাপড়া করে সু-শিক্ষায় শিক্ষিত হয়ে প্রতিষ্ঠিত হওয়ার তোমাদের এখনই সময়। তাই লেখাপড়ার কোন বিকল্প নাই।
গত ৩ জুলাই মতলব দারুল উলুম ইসলামিয়া ফাযিল মাদ্রাসার শিক্ষার্থীদের সবক ও নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম খানের সভাপতিত্বে ও মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আলাউদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাওলানা হাফেজ মোহাম্মদ রফিকুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন মাদ্রাসার শিক্ষক মোঃ নুরুল ইসলাম সরকার ও মোস্তাফিজুর রহমান চঞ্চল।
অনুষ্ঠানের শুরুতে মাদ্রাসার পক্ষ থেকে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করা হয়। এ সময় মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।