নূরে আলম নূরী ও মোল্লা হাবিবুর রহমানঃ মতলব উত্তর দশানী-মোহনপুর উচ্চ বিদ্যালয়ে বায়োমেট্রিক হাজিরার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বৃহস্পতিবার সকালে স্কুল মাঠে আনুষ্ঠানিক উদ্বোধন পূর্বক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার।
স্কুল পরিচালনা কমিটির সভাপতি শামছুল হক চৌধুরী বাবুল এর সভাপতিত্বে এবং স্কুল পরিচালনা কমিটির সদস্য নুরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাইয়ূম খান, দশানী-মোহনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আহম্মেদ।
বায়োমেট্রিক হাজিরার ডিজিটাল হাজিরার মেশিন ক্রয় করতে পৃষ্ঠপোষকতা করেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব শামছুল হক চৌধুরী বাবুল।
কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।