ঢাকাTuesday , 9 July 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আরো
  4. উপজেলা
  5. কচুয়া
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. চাঁদপুর সদর
  9. জাতীয়
  10. ধর্মীয়
  11. প্রচ্ছদ
  12. ফরিদগঞ্জ
  13. বিনোদন
  14. মতলব উত্তর
  15. মতলব দক্ষিন

মতলব উত্তরে ভেরিফিকেশনে পুলিশ বাড়ী বাড়ী নিয়ে গেলেন মিষ্টি ও ফুল

chandpur24
July 9, 2019 3:57 pm
Link Copied!

শামসুজ্জামান ডলারঃ  মতলব উত্তর উপজেলায় ২১পুলিশ কনস্টেবল নিয়োগ এখন চুড়ান্ত পর্যায়ে। আর সে জন্য চলছে পুলিশ ভেরিফেকেশন। এই পুলিশ ভেরিফিকেশনে ৮ নারী ও ১৩ পুরুষ চাকুরী প্রত্যাশীর বাড়ী বাড়ী যাচ্ছে পুলিশ।
পুলিশ ভেরিফিকেশনে গিয়ে নতুন চাকুরীতে স্বাগত জানিয়ে প্রর্থীর হাতে তুলে দিচ্ছে ফুল আর প্রার্থীর অভিভাবকের হাতে তুলে দিচ্ছে মিষ্টির প্যাকেট।

পুলিশের এ কাজে চাকুরী প্রার্থী আর তার অভিভাবক সকলেই হতবাক। তারা বলছে সবই যেনো উল্টা পাল্টা লাগছে। আগেতো কখনো এমনটা দেখিনি।
কোন এক অভিভাবকের এমন প্রশ্নের জবাবে ভেরিফিকেশনে যাওয়া পুলিশের এসআই নাহিদ হোসেন জানান, ভেরিফিকেশন করা আমাদের দায়িত্ব যা আমরা আন্তরিকতার সাথে করে থাকি। কিন্তু আমাদের ওসি মিজানুর রহমান স্যারের পরামর্শ ও সহযোগীতায় চাকুরী প্রত্যাশীকে ফুলদিয়ে স্বাগত জানানোর পাশাপাশি খুশির খবরে অভিভাবকদের জন্য মিষ্টি নিয়ে আসছি।

কয়েকজন অভিভাবকের সাথে কথা হলে তারা জানায়, পুলিশের এ আচরনে আমরা অনেক খুশি। আগে পুলিশ
ভেরিফিকেশনে আসলে তাদেরকে টাকা দেওয়া লাগতো কিন্তু এই প্রথম দেখলাম ভেরিফিকেশনে পুলিশ টাকা নেয়নি বরং আমাদের জন্য পুলিশ মিষ্টি আর ফুল নিয়ে আসছে।

পুলিশ ভেরিফিকেশনে আরো ছিলেন মতলব উত্তর থানার সেকেন্ড অফিসার এসআই ইসমাইল হোসেন ও এসআই ফিরোজ হোসেন।

মতলব উত্তর থানার ওসি মিজানুর রহমান জানায়, পুলিশের কনস্টেবল পদে যাচাই বাছাই কার্যক্রম শেষ। প্রশিক্ষন পর্ব শেষ হলেই এ উপজেলায় ২১জন যোগদান করবে পুলিশের চাকুরীতে। চাঁদপুরের এসপি জিহাদুল কবির পিপিএম এর আন্তরিকতার কারনে এরা পুলিশে চাকুরী পেলো জনপ্রতি মাত্র ১০৩ টাকার বিনিময়ে। তাই আমার পক্ষথেকে এই ফুলের শুভেচ্ছা ও মিষ্টি মুখের ব্যবস্থা।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।