স্টাফ রিপোর্টারঃ চাঁদপুরের মতলব উত্তরে হতদরিদ্র কৃষকের ৩ টি গরু বিষ প্রয়োগে হত্যা করেছে দূর্বৃত্তরা, এর ফলে দরদরিদ্র কৃষকের আহাজারি কিন্তু কে শুনে কার কথা। ঘটনাটি ঘটে মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়নের নতুন চরে।
হতদরিদ্র কৃষক মোঃ মঞ্জুর আহাম্মেদ (৪৫) এর গৃহপালিত ৩ টি গরু কে পানির সাথে বিষ মিশিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
গত ২৯ মার্চ সন্ধ্যায় তার নিজ বাড়ীতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। তবে এই ন্যক্কারজনক ঘটনা কে বা কারা ঘঠিয়ছে এ ব্যপারে কিছুই জানাতে পারেনি মঞ্জুর আহাম্মেদ।
মঞ্জুর আহাম্মেদ জানায়, উঠানে নিয়মিত পানি খাওয়ানো পাত্রে রাখা পানি খেয়ে ৩টি গরু মারা যায় এবং আরো ১১ টি গরু অসুস্থ্য অবস্থায় রয়েছে। গরুগুলো চিকিৎসার জন্য স্থানীয় পশু চিকিৎসক মামুনুর রশিদ মামুন কে খবর দিলে সে প্রাথমিকভাবে পর্যবেক্ষণ করে জানান পানির সাথে বিষ ছিল আর তা খেয়েই গরুগুলো মারা যায়। বাকী গরুগুলোর চিকিৎসা চলছে।
হতদরিদ্র কৃষক মোঃ মঞ্জুর আহাম্মেদের পরিবারের সদস্যদের আহাজারিতে এলাকায় হৃদয়বিদারক পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
মঞ্জুর আহাম্মেদ কান্নাজড়িত কন্ঠে জানান, সারা জীবনের উপার্জনের টাকা দিয়ে সে গরু ক্রয় করে এই খামার শুরু করে ৷ জমি বর্গা চাষ করে এবং মাঝেমাঝে দিন মুজুরের কাজ করে সে সংসার চালায় ৷
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ ফারক হোসেন প্রাথমিকভাবে পর্যবেক্ষণ করে বিষ প্রয়োগের কারনেই গরুগুলো মারা গেছে তা নিশ্চিত করেন ৷
Leave a Reply