ঢাকাMonday , 17 June 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আরো
  4. উপজেলা
  5. কচুয়া
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. চাঁদপুর সদর
  9. জাতীয়
  10. ধর্মীয়
  11. প্রচ্ছদ
  12. ফরিদগঞ্জ
  13. বিনোদন
  14. মতলব উত্তর
  15. মতলব দক্ষিন

বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহক এখন সাকিব

chandpur24
June 17, 2019 7:47 pm
Link Copied!

 ত্রীড়া প্রতিবেদকঃ  অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চকে পেছনে ফেলে ইংল্যান্ড বিশ্বকাপে এখন সর্বোচ্চ রান সংগ্রাহক সাকিব আল হাসান। চার ম্যাচে ৩৪৩ রান নিয়ে ফিঞ্চ ছিলেন শীর্ষে। সাকিবের সংগ্রহ ছিল প্রথম চার ম্যাচ থেকে ২৬০ রান। অবস্থান ছিল পাঁচ নম্বরে।

সেখান থেকে টানা দ্বিতীয় সেঞ্চুরি করে শীর্ষ রান সংগ্রাহকের জায়গা দখল করে নিয়েছেন সাকিব আল হাসান। এ পর্যন্ত সাকিবের রান সংখ্যা দাঁড়াল ৩৮৪। ফিঞ্চ ৩৪৩ রান নিয়ে দ্বিতীয় এবং রোহিত শর্মা ৩১৯ রান নিয়ে রয়েছেন তৃতীয় স্থানে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচটি ছিল পুরোটাই সাকিবময়। বল হাতে নিয়েছেন গুরুত্বপূর্ণ দুটি উইকেট। ব্যাট হাতে করেছেন সেঞ্চুরি। সাকিব এই ম্যাচে সেঞ্চুরি করেছেন ৮৩ বল থেকে। সাকিব ৯৯ বলে করেছেন ১২৪ রান।

আগের ম্যাচে ৯৫ বলে সেঞ্চুরি করেছিলেন। সেটি ছিল বিশ্বকাপে দ্রুততম। এবার ৮৩ বলে সেঞ্চুরি করে নিজেজেই ফের ছাড়িয়ে গেলেন তিনি। সোমবার এই ম্যাচেই ব্যক্তিগত ক্যারিয়ারে ছয় হাজার রানের মাইলফলকও স্পর্শ করেছেন। এক ম্যাচে যেন সাকিবের অনেক অর্জন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।