মো. নাছির উদ্দীন : চলমান আইপিএলের এবারের আসরে উল্লেখযোগ্য কিছু করে দেখাতে পারেননি বিরাট কোহলি। প্রায় দুই বছর ধরে সাবেক ভারতীয় অধিনায়কের ফর্মটা ভালো যাচ্ছে না। গত আড়াই বছর আন্তর্জাতিক ক্রিকেটে কোনো সেঞ্চুরি হাঁকাতে পারেননি বিরাট কোহলি। তার এই বাজে ফর্ম নিয়ে যখন তুমুল আলোচনা-সমালোচনা হচ্ছে তখন পাকিস্তানের উইকেটকিপার ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ানকে পাশে পেলেন বিরাট কোহলি।আইপিএল শুরুর আগেই আরসিবির নেতৃত্ব ছেড়েছেন বিরাট কোহলি। ফাফ ডু প্লেসির অধীনে খেলেও ফর্মে ফেরা হচ্ছে না তার। ইতোমধ্যে তিনটি গোল্ডেন ডাক মেরেছেন তিনি। এখন পর্যন্ত খেলা ১২ ম্যাচে ১৯.৬৩ গড়ে করেছেন ২১৬ রান। এবারের মৌসুমে পয়েন্ট টেবিলের শীর্ষ দল গুজরাট টাইটান্সের বিপক্ষে ৫৩ বলে খেলেন সর্বোচ্চ ৫৮ রানের ইনিংস। সে ম্যাচে দল হেরেছিল ৬ উইকেটে। কোটি টাকার আসরে এমন দুঃসময় অতীতে কখনোই পার করেননি বিরাট কোহলি। ফর্মে ফেরার জন্য অনেক সাবেক ক্রিকেটার এবং বিশেষজ্ঞরা তাকে নিজেদের মতো করে পরামর্শ দিয়েছেন। মোহাম্মদ রিজওয়ান মনে করেন, অফফর্ম ক্যারিয়ারের একটা অংশ। এখান থেকে নিজেকে টেনে তোলার মতো যোগ্যতা আছে সময়ের অন্যতম সেরা এই ক্রিকেটারের।
আসল চেহারায় ফিরতে কোহলির জন্য প্রার্থনা করবেন মোহাম্মদ রিজওয়ান। ক্রিকউইককে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তানের এই তারকা উইকেটকিপার ব্যাটসম্যান বলেন, ‘আমি বলবো কোহলি একজন চ্যাম্পিয়ন খেলোয়াড়। তার এমন বাজে সময়ে আমরা তার জন্য প্রার্থনা করতে পারি। সে কঠোর পরিশ্রমী ক্রিকেটার।’ ‘সব ক্রিকেটারের সামনে কঠিন সময় আসে। সময়ের সাথে সাথে আবার সবকিছু ঠিক হয়ে যায়। প্রত্যেক খেলোয়াড়ই সেঞ্চুরি করেছেন এবং জোড়ায় আউট হয়েছেন এবং এটি চলতেই থাকে। আমি কেবল কোহলির জন্য প্রার্থনা করতে পারি। আমি আশাবাদী যে, কঠোর পরিশ্রমের মাধ্যমে সে সমস্ত কিছু নিয়ন্ত্রণ করবে।’ যোগ করেন রিজওয়ান। ছবি-সংগৃহীত
Leave a Reply