শামসুজ্জামান ডলারঃ বিদায় বেলাতেও প্রধানমন্ত্রীর উপহার বুঝিয়ে দিলেন পিরোজপুরের সেই মানবিক ডিসি আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন।
বুধবার (২৬ জানুয়ারি) সরকারী বাসভবনে নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান এর কাছে দায়িত্ব হস্তান্তর করলেন।
এ সময় সদ্য বিদায়ী মানবিক জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে পিরোজপুর জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের সহযোগীতায় “মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার” ২টি অটোরিক্সা দুই অসহায় ও দরিদ্রের মাঝে প্রদান করেন।
অটোরিকশা গ্রহণকারীরা আনোয়ার হোসেন বলে, আমার নিজের বলতেও কিছু ছিল না। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া একটা রিক্সা ডিসি স্যার আমার হাদে দিয়েছে। এখন আমার পরিবারের আর না খেয়ে থাকতে হবে না। দোয়া করি আল্লাহ তায়ালা প্রধানমন্ত্রীকে আর আমাদের ডিসি স্যারকে বাঁচিয়ে রাখুক।
এসময় বিভিন্ন দপ্তরের ও জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply