ঢাকাSunday , 9 June 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আরো
  4. উপজেলা
  5. কচুয়া
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. চাঁদপুর সদর
  9. জাতীয়
  10. ধর্মীয়
  11. প্রচ্ছদ
  12. ফরিদগঞ্জ
  13. বিনোদন
  14. মতলব উত্তর
  15. মতলব দক্ষিন

বাংলাদেশের হার, সাকিবের সেঞ্চুরি

chandpur24
June 9, 2019 3:40 am
Link Copied!

ক্রীড়া প্রতিবেদকঃ শেষ পর্যন্ত বড় ব্যবধানেই হার দেখলো বাংলাদেশ। ইংল্যান্ডের কাছে ১০৬ রানে হেরে গেলো টাইগাররা। ম্যাচে বাংলাদেশের একমাত্র সান্ত¡না সাকিব আল হাসানের সেঞ্চুরি। বিশাল টার্গেটে ব্যাট হাতে ১২১ রানের দারুণ ইনিংস খেলেন বাংলাদেশের এই ওয়ান ডাউন ব্যাটসম্যান। কার্ডিফে টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। আর টাইগারদের নখদন্তহীন বোলিংয়ের বিপক্ষে ৩৮৬/৬-এ। ১৫৩ রান করেন ওপেনার জেসন রয়। জবাবে ৭ বল বাকি রেখে ২৮০ রানে অলআউট হয় মাশরাফির দল।

বিশ্বকাপে দ্বিতীয় বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি পেলেন সাকিব। গত বিশ্বকাপে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে টানা দুই ম্যাচে সেঞ্চুরি পেয়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। কার্ডিফে ১১৯ বলে ১২১ রানের ইনিংস খেলেন সাকিব। এতে সাকিব হাঁকান ১২টি চার ও একটি ছক্কা। মুশফিকুর রহীম ৪৪, মাহমুদুল্লাহ ২৮ ও মোসাদ্দেক হোসেন করেন ২৬ রান। ইংল্যান্ডের বল হাতে পেসার জোফরা আর্চার ও বেন স্টোকস নেন তিনটি করে উইকেট। আসরে তিন ম্যাচে ২ পয়েন্ট নিয়ে তালিকার অষ্টম স্থানে নেমে গেলো বাংলাদেশ। চলতি বিশ্বকাপে ব্যক্তিগত তৃতীয় সর্বোচ্চ রানের ইনিংস এটি। তালিকায় সাকিবের উপরে কেবল  রয় (১৫৩) ও ভারতের রোহিত শর্মা (১২২*)।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।