এস.এম ইকবাল : বিয়ে দিতে রাজী না হওয়ায় ফরিদগঞ্জে বখাটে কর্তৃক তিন বছরের শিশু কন্যাসহ মা মেয়েকে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার রাতে মাদ্রাসা পড়–য়া ছাত্রীর বাবা মুকবুল হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেছে। এদিকে বখাটে ওয়াসিমসহ হামলাকারীদের আটক করতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে বলে থানা অফিসার ইনচার্জ আবদুর রকিব জানিয়েছেন। বুধবার সকালে চাঁদপুর পুলিশ সুপার জিহাদুল কবির ফরিদগঞ্জ স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন আহতদের দেখতে আসেন । এসময় তিনি তাদের সকল ধরনের আইনী সহায়তা প্রদান ছাড়াও তাদের নিরাপত্তার বিষয়ে সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
উল্লেখ্য, উপজেলার ১৪নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের পশ্চিম পোয়া গ্রামে গত রোববার রাতে মুকবুল আহাম্মেদের মেয়ে আলিম পরীক্ষার্থী সাথী আক্তার(১৭)কে পাশ্ববর্তী সুলতান আহম্মেদের ছেলে বখাটে ওয়াসিম বেশ কিছুদিন ধরে উত্যক্ত করতো। ঘটনাটি সাথী তার পরিবারকে জানালেও ভয়ে তারা কাউকে কিছু বলেনি। সাথীর মা সাহিদা বেগম জানায়, বখাটে ওয়াসিম বেশ কয়েকবার বিয়ের জন্য চাপ প্রয়োগ করে। বিষয়টি মাদ্রাসার অধ্যক্ষকে জানান তিনি।
এরই মধ্যে কয়েকদিন পূর্বে তার মেয়ের জন্য অন্যস্থান থেকে বিয়ের প্রস্তাব আসে। কিন্তু তিনি এই মূহূর্তে বিয়ে দিবেন না বলে তাদের বিদায় করেন। এদিকে সাথীর বিয়ের প্রস্তাব আসার সংবাদ শুনে ক্ষিপ্ত হয়ে উঠে বখাটে ওয়াসিম। সে ও তার সঙ্গীরা গত রোববার রাতে সাথীর ঘরের জানালা ভেঙ্গে, ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে সাথীকে আঘাত করতে থাকে। এই সময় মেয়েকে উদ্ধার করতে তার মা এগিয়ে আসলে সন্ত্রাসীরা তাকেও কোপাতে থাকে । নির্মম এই হামলা থেকে রেহাই পাইনি সাথীর ছোট বোন ৩ বছরের শিশু আয়েশা।
বার্তা প্রেরক