মো. নাছির উদ্দীন : মাঠে আর আগের মতো ঝড় তুলতে পারছেন না ক্রিকেটার নাসির হোসেন। তবে মাঠের বাইরের ঘটনায় বারবারই খবরের শিরোনাম হচ্ছেন তিনি। এসব ঘটনাপ্রবাহে দেশের ক্রিকেটের আলোচিত চরিত্র নাসির। সোমবার (১৮ এপ্রিল) সন্ধ্যায়ও সবাইকে একপ্রস্থ ধোঁয়াশায় রাখলেন তিনি। খবর ছড়িয়েছিল যে, নাসির পুত্র সন্তানের বাবা হয়েছেন। প্রথমে যোগাযোগ করা হলে খবরটি মিথ্যা বলে দাবি করলেও দুই ঘণ্টা পর নাসির নিজেই নিশ্চিত করলেন, তিনি বাবা হয়েছেন। তার ও তামিমা তাম্মির ঘর আলো করে এসেছে পুত্র সন্তান। ছেলের নাম রেখেছেন মানাফ। তবে আজ নয় তাদের ছেলের জন্ম হয়েছে গত ৮ এপ্রিল। রাতে নাসির বলেন,কিছু জটিলতা ছিল বলেই গোপনীয়তা অবলম্বন করা হয়েছে। নবজাতকের নাম রাখা হয়েছে মানাফ। সেই সঙ্গে দেশবাসীর কাছে দোয়াও চেয়েছেন তিনি।
নাসিরের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, নাসিরের পুত্রের জন্ম হয়েছে যুক্তরাষ্ট্রে। বর্তমানে সেখানেই অবস্থান করছেন নাসিরের স্ত্রী তামিমা। আজ (গতকাল) হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন নবজাতকসহ তামিমা। নাসিরের বাবা হচ্ছেন, এই খবর প্রথমদিকে ছড়িয়েছিল গত ২৫ ফেব্রুয়ারি। সেদিন নাসির তার ফেসবুকের পাতায় কিছু ছবি প্রকাশ করেন। সেখানে তামিমার গর্ভধারণের বিষয়টি স্পষ্ট ছিল। বাবা হওয়ার পরও প্রিমিয়ার লিগ থেকে বিরতি নেননি নাসির। সোমবারও মিরপুর স্টেডিয়ামে প্রাইম ব্যাংকের হয়ে আবাহনীর বিপক্ষে ম্যাচ খেলেছেন তিনি। উল্লেখ্য, নাসির-তামিমার বিয়ের বৈধতা নিয়ে মামলা চলছে আদালতে। অন্যের স্ত্রী ভাগিয়ে, বিনা-অনুমতিতে বিয়ে করেছেন বলে মামলা হয়েছে নাসিরের বিরুদ্ধে। তামিমার প্রথম স্বামী রাকিবের করা মামলায় কিছুদিন পরপর আদালতে হাজির হতে হচ্ছে নাসিরকে।
Leave a Reply