স্টাফ রিপোর্টারঃ বৃহস্পতিবার সকাল ১০টায় জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা ডি এস ফাজিল মাদরাসা মাঠে শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ চুয়াডাঙ্গা জেলা শাখার আয়োজনে জঙ্গিবাদ, মাদক, যৌন হয়রানি, বাল্য বিবাহ, ধর্ষণকে লাল কার্ড প্রদর্শন করে শপথ নেয়। শপথের আগে শিক্ষার্থীদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় মাদরাসার ম্যানিজিং কমিটির সভাপতি গোলাম ফারুক আরিফের সভাপতিত্বে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কলিমুল্লাহ।
এসময় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহফুজুর রহমান মঞ্জু, চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু, লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার অালম সোহেল, কেরু অ্যান্ড কোম্পানী লিঃ এর সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম প্রিন্স প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের খুলনা বিভাগীয় প্রধান এস জামিল রুবেল। সহযোগিতায় ছিলেন সংগঠনের জেলা শাখার সভাপতি রাসেল চৌধুরী, সাধারণ সম্পাদক এস এম রাসেল ইকবাল সেতু, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, প্রচার সম্পামক অাবিদ হাসান রিফাত, সসহ সাংগঠনিক সম্পাদক সানজিদ অাহমেদ, সিনিয়র সদস্য রকি, পলাশ, রাহাদ, সাকিল, মেহেদী, শান্ত, জনি, লিখন, অাসিফ প্রমুখ।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা নিয়মিত পড়াশুনা করে নিজকে অাদর্শ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে, কখনো মাদক সেবন না করতে ও ছেলেরা ২১ এবং মেয়েরা ১৮ বছর বয়সের পর্বে বিবাহ বন্ধনে অাবদ্ধ না হতে শপথ করেন। শপথ করান সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি কাওসার অালম সোহেল।
অনুষ্ঠানে মাদরাসার প্রায় ৭ শত শিক্ষার্থী সকল অন্যায়কে না বলে শপথ নেয়।