ষ্টাফ রিপোর্টার: একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চাঁদপুর-২(মতলব উত্তর-মতলব দক্ষিন) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে মরিয়া হয়েছেন ১১জন। এরমধ্যে রয়েছেন- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এমপি, ত্রানমন্ত্রীর জ্যাষ্ঠপুত্র আওয়ামী লীগ নেতা সাজেদুল হোসেন চৌধুরী দিপু, সাবেক এমপি এম রফিকুল ইসলাম, কেন্দ্রিয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রিয় যুবলীগের সাবেক (ভারপ্রাপ্ত)সাধারন সম্পাদক মজিবুর রহমান চৌধুরী, ঢাকা মহানগর উত্তর যুবলীগের সভাপতি সভাপতি মাইনুল ইসলাম খান নিখিল, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. নুরুল আমিন রুহুল, মতলব উত্তর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এমএ কুদ্দুস, তরুন শিল্পপতি এম. ইসফাক আহসান, কেন্দ্রিয় কৃষকলীগের সহ-অর্থ বিষয়ক সম্পাদক আমিরুল ইসলাম খোকা পাটোয়ারী ও কেন্দ্রিয় যুবলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা জাকিয়া সুলতানা শেফালী।