স্টাফ রিপোর্টারঃ ২৮ মে মঙ্গলবার বিকাল ৩টায় চাঁদপুরের মোলহেডে (তিন নদীর মোহনায়) অবস্থিত অবহেলিত পথ শিশুদের জন্য প্রতিষ্ঠিত আলোর দিশারী স্কুলের শিক্ষার্থীদের মাঝে ঈদবস্ত্র ও কোর্ট ষ্টেশনে পত্রিকা হকারদের মাঝে টি শার্ট বিতরন করেন স্বাধীনতা ফাউন্ডেশন।
এসময় উপস্থিত ছিলেন স্বাধীনতা ফাউন্ডেশন এর সাংগঠনিক সম্পাদক. ইমান হোসেন, আইন বিষয়ক সম্পাদক. কবি নূর মোহাম্মদ খান, ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. ইমরান খান, মাজহারুল ইসলাম সোহেল, চাঁদপুর আলোর দিশারী স্কুলের উপদেষ্টা, জেলা ছাত্রলীগের সাবেক সহ.সভাপতি. আনোয়ার হোসেন হাওলাদার, শামীম সরকার, মামুন জমাদার, বিপ্লব খান, সাদ্দাম হোসেন, স্কুলের শিক্ষক. ফাতেমা তাসনিম ফারিহা, মো. হাবিবুর রহমান, মো. সাজিদ, সুস্মিতা, পুজা, মাধুরী, সালমা, মিম, চাঁদপুর সংবাদপত্র হকার্স সমিতি লি: এর সহ.সভাপতি. নিতাই চন্দ্র সাহা প্রমূখ।