স্টাফ রিপোর্টারঃ চাঁদপুর সদর উপজেলাধীন চান্দ্রা ইউনিয়নে বাখরপুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৫মণ জাটকা ইলিশ আটক করেছে প্রশাসন।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দিনগত রাত ১১টা থেকে গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে এসব জাটকা জব্দ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে টাস্কফোর্সের সদস্যরা ও আনসার ও ভিডিপি ১৩নং ওয়ার্ড দলনেতা মোঃ মমিন আখন। তবে এ সময় জাটকার সাথে থাকা কাউকে আটক করা সম্ভব হয়নি।
অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল হোসেন । তার সাথে ব্যাটালিয়ন আনসার সদস্যবৃন্দ সহযোগিতা করেন।
চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আব্দুল্লাহ আল মাহমুদ জামান বলেন, চলমান জাটকা সংরক্ষণ অভিযানে এটাই এখন পর্যন্ত সবচেয়ে বড় চালান আটক হলো। শুক্রবার (১৯ এপ্রিল) সকালে জব্দকৃত জাটকাগুলো বিভিন্ন এতিমখানা ও প্রতিষ্ঠানে বিতরণ করা হয়েছে।
কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।