ষ্টাফ রির্পোটার : চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি চ্যানেল আই এর স্টাফ রিপোর্টার ও দৈনিক চাঁদপুর দর্পণের সম্পাদক ও প্রকাশক সাংবাদিক নেতা ইকরাম চৌধুরী আবারও অসুস্থ হয়ে পড়েছেন।
তিনি ডায়বেটিক, হাট ও কিডনি’র সমস্যায় ভুগছেন। সোমবার বিষয়টি প্রিয় চাঁদপুরকে নিশ্চিত করেছেন তাঁর পরিবার। তিনি ঢাকায় বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শে আবারও চেকআপ করেছেন।
যার কারণে চাঁদপুর প্রেসক্লাবের অনেক গুরুত্বপুর্ন বর্ষবরণ অনুষ্ঠানে যোগ দিতে পারেননি।
বর্তমানে তিনি ডাক্তারদের পরামর্শে নাজির পাড়ার নিজ বাসভবনে নিবিড় পর্যবেক্ষনে রয়েছেন।
গত বছর ইকরাম চৌধুরী ঢাকা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে হার্টের ব্লক অপারেশন করেছিলেন। এদিকে গত সোমবার অসুস্থ ইকরাম চেীধুরীর সাথে যোগাযোগ করলে তিনি জানান, আমি আবারও অসুস্থ হয়ে পড়েছি। সবাই দোয়া করবেন। যাতে দ্রুত সুস্থ হয়ে উঠতে পারি।
কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।