ঢাকাSaturday , 23 March 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আরো
  4. উপজেলা
  5. কচুয়া
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. চাঁদপুর সদর
  9. জাতীয়
  10. ধর্মীয়
  11. প্রচ্ছদ
  12. ফরিদগঞ্জ
  13. বিনোদন
  14. মতলব উত্তর
  15. মতলব দক্ষিন

গজারিয়ায় শিশু ধর্ষণের শিকার

chandpur24
March 23, 2019 3:02 pm
Link Copied!

মহিউদ্দিন আহমদঃ মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মূল ভূখন্ড হতে নদী বিচ্ছিন্ন গুয়াগাছিয়া ইউনিয়নের প্রত্যন্ত চরাঞ্চল চর শিমুলিয়া গ্রামে চার বছর বয়সী এক কন্যা শিশু ধর্ষণের অভিযোগে গতকাল শনিবার গজারিয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

গত মঙ্গলবার ধর্ষণের ঘটনায় গত শনিবার অভিযোগ দায়ের করেছে শিশুটির মা রুপালী বেগম।

থানায় দায়ের করা অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৯ মার্চ পারুল বেগমের শিশু কন্যাকে একই গ্রামের প্রয়াত আবদুল কমির বেপারীর ছেলে শহিদ(৫৫) চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে তারঁ নিজের ট্রলারে(ইঞ্জিন নৌকা) গ্রামের পাশে গোমতী নদীতে নিয়ে গিয়ে ধর্ষণ করে বাড়ির পাশের নদীর ঘাটে রেখে পালিয়ে যায়।

মেয়েটি কন্না করে তারঁ মায়ের কাছে বিশেষ জায়গায়(যোনি) ব্যাথার কথা জানায়, শিশুটির বাবা প্রবাসী হওয়া থানায় অভিযোগ দিতে দেরী হয়েছে বলে রুপালী বেগম দাবী করেন।

স্থানীয় অপর সূত্রে জানা যায়, গ্রাম্য কয়েকজন প্রভাবশালী ব্যাক্তির হস্তক্ষেপে ঘটনার মীমাংসার চষ্টো করা হওয়ায় থানায় অভিযোগ করতে বিলম্ব হয়েছে।

গজারিয়া থানার দায়িত্বরত কর্মকর্তা এএসআই আমিনুল ইসলাম জানান, শিশু ও তাঁর মা থানা হেফাজতে রয়েছে আজই(শনিবার) অভিযোগ নথিভূক্ত করে রোববার আদালতের অনুমতি সাপেক্ষে শিশুটির শাররীক পরিক্ষা করা হবে। শহিদকে গ্রেপ্তার করার জন্য পুলিশ অভিযান পরিচালনা করছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।