নিজস্ব প্রতিবেদকঃ মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা পরিষদ নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে আজ বুধবার নৌকা প্রতীকের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো: আমিরুল ইসলামকে ত্রিশ হাজার ও টিউবওয়েল প্রতীকের স্বতন্ত্র ভাইস চেয়ারম্যান প্রার্থী মাসুম মৃধা মামুনকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নির্বাচনী আচরণ বিধির ২১ নম্বা বিধি লঙ্ঘনের দায়ে ৩২ বিধিমতে দুই প্রার্থীকে জরিমানা করা হয়।
আদালত সূত্রে জানা যায়, ভবেরচর ইউনিয়নে একাধিক মাইক(শব্দ যন্ত্র) ব্যাবহার করে নির্বাচনী প্রচারনা চালানোর দায়ে নৌকা প্রতীকের প্রার্থীকে ত্রিশ হাজার টাকা ও নির্ধারিত সময়ের আগে মাইক ব্যবহার করার অভিযোগে টিউবওয়েল প্রতীকের স্বতন্ত্র ভাইস চেয়ারম্যান প্রার্থীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
আদালত পরিচালনা করেন গজারিয়া উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূসরাত জাহান।
উল্লেখ্য ৩১ মার্চ পঞ্চমধাপে গজারিয়া উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।