স্টাফ রিপোর্টার: ‘স্বদেশী স্পন্দনে, তারুণ্যের জয়গানে’ স্লোগানকে সামনে রেখে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নাট্য সংগঠন থিয়েটারের আয়োজনে শুরু হতে যাচ্ছে তিনদিনব্যাপী প্রথম ‘আন্তঃ বিশ্ববিদ্যালয় নাট্য উৎসব’। রবিবার থেকে শুরু হয়ে এ উৎসব চলবে আগামী ৫ মার্চ (মঙ্গলবার) পর্যন্ত। নাট্য উৎসবে থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি অংশ নেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্য সংগঠন ‘জাহাঙ্গীরনগর থিয়েটার’, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাট্য সংগঠন ‘থিয়েটার সাস্ট’ এবং কৃষি বিশ্ববিদ্যালয়ের নাট্য সংগঠন ‘কৃষাণ থিয়েটার’।
প্রথমবারের এই আয়োজন নিয়ে থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সভাপতি মেহেদী হাসান বলেন, ‘অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আন্তঃসম্পর্ক বৃদ্ধি ও সংস্কৃতির আদান প্রদানের জন্য প্রথমবারের মতো এই উৎসবের আয়োজন করতে যাচ্ছি আমরা। আশা করি সবাই আমাদের সহযোগিতা করবে।’
উল্লেখ্য, তিনদিনব্যাপী এ নাট্য উৎসবের নাটক প্রদর্শনী চলবে প্রতিদিন বিকাল ৫ টা থেকে রাত ৮ টা পর্যন্ত।