ষ্টাফ রিপোর্টারঃ কান্না ও অশ্রুসিক্ত পরিবেশে পিরোজপুরবাসী বিদায় দিলেন তাদের ডিসি আবু আলী মোঃ সাজ্জাদ হোসেনকে।
এই মানবিক ডিসিকে বিদায়ের সময় কান্না ও অশ্রুতে ভারি হয়ে উঠেছিল পিরোজপুর জেলা প্রশাসক এর সরকারি বাসভবনের পরিবেশ।
বুধবার (২৬ জানুয়ারি) দুপুরে নিজ সরকারী বাসভবনে নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান এর কাছে হস্তান্তরকালে এমন পরিবেশের সৃষ্টি হয়।
এসময় স্থানীয়দের কান্না ও অশ্রুতে ভারি হয়ে উঠা সেই পরিবেশ দেখে বিদায়ী জেলা প্রশাসক
আবু আলী মোঃ সাজ্জাদ হোসেনকেও অশ্রুসিক্ত অবস্থা দেখাগেছে ।
এসময় বিভিন্ন দপ্তর ও জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। সবারই যেনো একই হাল, সবার চোখ জ্বলজ্বল করছিল।
এদৃশ্য দেখে কারোরই না বুঝার কথা না আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন কর্মদক্ষতার পাশাপাশি উনি যে কতোটা মানবিক গুনাবলী সম্পন্ন মানুষ ছিলেন।
বিদায়কালে এই মানবিক জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে পিরোজপুর জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের সহযোগীতায় “মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার” ২টি অটোরিক্সা প্রদান করেন।
Leave a Reply