নুরে আলম নূরীঃ জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব এমরান হোসেন মিয়া প্রেসিডিয়াম সদস্য মনোনীত হওয়ায় তার নিজ নির্বাচনী এলাকা মতলব উত্তরে আসলে দলীয় নেতাকর্মীরা তাকে ফুলেল সংবর্ধনা প্রদান করেন।
সোমবার মতলব উত্তর উপজেলার নিশ্চিন্তপুর তার নিজ বাড়ি সংলগ্ন মাঠে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মতলব উত্তর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক সিদ্দিকুর রহমান মোল্লা।
উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মোল্লা বোরহান উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মোল্লা, আব্দুল করিম মোল্লা, চাঁদপুর জেলা ছাত্রসমাজের আহবায়ক সোহরাফ হোসেন, উপজেলা যুব সমিতির সদস্য সচিব শিবু সরকার, উপজেলা ছাত্রসমাজের আহ্বায়ক জহিরুল ইসলাম, সদস্য সচিব মাইন উদ্দিন সরকার, খোকা সরকার, আলা উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে নেতা-কর্মীরা এমরান হোসেন মিয়াকে ফুলেল সংবর্ধনা দেন এবং পার্টীতে তাকে প্রেসিডিয়াম সদস্য করায় দলের প্রেসিডেন্ট আলহাজ্ব হোসাইন মোহাম্মদ এরশাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।