শামসুজ্জামান ডলারঃ আজ বৃহত্তর মতলব উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আতিক উল্যাহ সরকারের ১২ তম মৃ্ত্যু বার্ষিকী। এ দিবসে মরহুমের নিজ বাড়ী ফরাজীকান্দি ইউনিয়নের রামদাশপুরে ও ঢাকায় মিলাদ, দোয়ার অনুস্ঠিত হয়। ২০১১ সালের আজকের দিনে(১৩ মে) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিজ গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।
বৃহত্তর মতলব বিএনপি’র একসময়ের কান্ডারী হিসেবে খ্যাত আতিকুল্লাহ সরকার হাজার ১৯৮২ সালে বৃহত্তর মতলব উপজেলা বিএনপি’র সভাপতি ছিলেন। দীর্ঘদিন তিনি উপজেলা বিএনপির সভাপতির পাশাপাশি চাঁদপুর জেলা বিএনপিতেও তার গুরুত্বপূর্ণ অবস্থান ছিল।
মতলব উত্তর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক নুরুল হক জিতু বলেন, বৃহত্তর মতলব তথা চাঁদপুর জেলা বিএনপির দুঃসময়ের কান্ডারী, তৃণমূল নেতা-কর্মীদের অবিনাশী প্রেরনার বাতিঘর, বৃহত্তর মতলব বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতা কর্মীদের হ্রদয়ের মণিকোঠায় যাঁর স্থান, চির ভাস্বর বৃহত্তর মতলব বিএনপির সাবেক সফল সভাপতি মরহুম আতিক উল্লা আতিক সরকারের ১২তম মৃত্যু বার্ষিকীতে মতলব উত্তর উপজেলা বিএনপির পক্ষ থেকে জানাই বিনম্র শ্রদ্ধা।
তিনি আরো বলেন, মরহুমের জন্য সকলের নিকট দোয়া কামনা করি। আল্লাহ্ সুবহানাল্লাহুতায়ালা তাঁকে যেন জান্নাতুল ফেরদৌস নসীব করেন সকলের কাছে এটাই আমাদের প্রার্থনা ।
Leave a Reply