মো. নাছির উদ্দীন : অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে ভালোই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। শুরুতে একটু নড়বড়ে হলেও ছোট টাইগাররা এখন কোয়ার্টার ফাইনালে। আজ এই পর্বের ম্যাচে যুব টাইগারদের প্রতিপক্ষ ভারত। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে ম্যাচটি। এর আগের দিন ভারতের বিপক্ষে ভয়ডরহীন এবং ইতিবাচক ক্রিকেট খেলার ঘোষণা দিলেন বাংলাদেশ যুব অধিনায়ক রকিবুল হাসান। বিসিবির পাঠানো ভিডিওবার্তায় রকিবুল বলেছেন, ‘২৯ তারিখ আমাদের কোয়ার্টার ফাইনাল ম্যাচ। এই ম্যাচটির আগে ৫-৬ দিনের একটা গ্যাপ পেয়েছি। এখানে আসার পর ভালোভাবেই প্র্যাকটিস করেছি। এতদিন ম্যাচ পরিস্থিতিতেও অনুশীলন করেছি।মানসিকভাবে আমরা খুব ভালো অবস্থায় আছি। গত দুইটা ম্যাচ জিতে দলের সবাই ভালো অবস্থায় আছে। ব্যাটাররা রান করেছে, বোলাররা ভালো বোলিং করেছে। তাই নিজেদের স্কিলের ওপর আমাদের আত্মবিশ্বাস আছে। আমরা চেষ্টা করব, নিজেদের পরিকল্পনাটা মাঠে শতভাগ প্রয়োগ করার।’ ভারতের বিপক্ষে নিজেদের অভিজ্ঞতার কথা মনে করিয়ে অধিনায়ক আরও বলেন ‘আমরা তাদের সঙ্গে ভয়ডরহীন এবং পজিটিভ ক্রিকেট খেলব। যাতে আমরা ভালো একটা ফলাফল পেতে পারি। ভারতের সঙ্গে আমরা আগেও কিছু ম্যাচ খেলেছি।যেমন এশিয়া কাপের সেমিফাইনাল ম্যাচ। ওদের ওখানে গিয়েও একটা সিরিজ খেলেছি। সুতরাং তাদের স্কিল সম্পর্কে আমাদের ধারণা আছে। যদি আমরা যে প্ল্যান নিয়ে মাঠে নামব, সেটা সঠিকভাবে প্রয়োগ করতে পারি এবং ছোট ছোট ভুলগুলো কম করি, তাহলে আমরা ভালো একটা ফলাফল পাব। আশার কথা হলো, আমরা এখনই ফলাফল নিয়ে চিন্তা করছি না। আমরা ভালো ক্রিকেট খেলব, পজিটিভ ভয়ডরহীন ক্রিকেট খেলব।
Leave a Reply