-
- ফরিদগঞ্জ
- ফরিদগঞ্জে সন্ত্রাসীরা গুলি বর্ষণ বসত ঘরে আগুন ও ভাংচুর করে গোয়ালের গরু লুট \ আহত ৬
- Update Time : জানুয়ারি, ২০, ২০২১, ৯:৩৪ অপরাহ্ণ
- 62 View
আক্তার হোসেন ঃ মতলব দক্ষিণ উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে বঙ্গবন্ধু মিনি ফুটবল টুর্ণামেন্ট-২০২১ এর উদ্বোধন হয়েছে।
২০ জানুয়ারি বুধবার বিকেলে স্থানীয় নিউ হোস্টেল মাঠে এ টুর্ণামেন্টর উদ্বোধন করেন ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম আলেক।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসি তদন্ত মফিজুল ইসলাম।
খেলায় কিশোর ব্রাদার্স ক্লাব ২_০ গোলে কলেজপাড়া একাদশকে হারিয়ে শুভ সূচনা করেছে। উক্ত খেলায় জয় লাভ করায় কিশোর ব্রাদার্স ক্লাবের সকল খেলোয়াড়দের শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন ক্লাবের কার্যনির্বাহী কমিটি।
এ সময় মতলব দক্ষিন ফুটবল উন্নয়ন সমিতির সভাপতি গোলাম কাদের মুকুল, বাংলাদেশের আলোর মতলব প্রতিনিধি আশরাফুল জাহান শাওলিন,দৈনিক চাঁদপুর প্রতিদিন প্রতিনিধি মোশাররফ হোসেন তালুকদার, টুর্ণামেন্ট কর্মকর্তা লিয়ন আদনান,মোঃ রনি, মোঃ তুরাগ, মোঃ সোহান প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply