পীর আবদুল মান্নান: চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার হানির পাড় গ্রামে আগামী ২৭শে ডিসেম্বর রোজ শুক্রবার হইতে সাত দিন ব্যাপী (২৭শে ডিসেম্বর ১৩ই পৌষ) আউলিয়া হিল কামেলিন দয়াল বাবা হযরত নেকবর চাঁন বাক্যসিদ্ধা চিশতীয়ার ওরশ শরীফ অনুষ্ঠিত হবে।
উক্ত ওরশ মোবারকে সকল আশেকান মুরিদান ভক্ত বৃন্দ আউলিয়া হিল কামেলিন দয়াল বাবা হযরত নেকবর চাঁন বাক্যসিদ্ধা চিশতীয়ার মাজার মোবারকে উপস্থিত থেকে, ওরশ শরীফ সফল করার জন্য সকল আশেকানদের আহবান জানিয়াছেন আউলিয়া হিল কামেলিন দয়াল বাবা হযরত নেকবর চাঁন বাক্যসিদ্ধা চিশতীয়ার দৌহিত বাস্তব বাদি গোলাম মোহাম্মদ সাহেব আলী। ২৭শে ডিসেম্ব।র ১৩ই পৌষ রোজ শুক্রবার রাত ০৮ টায় মিলাদ ও দোয়া মাহফিল, ৯.৩০ মিনিটে ভক্তি মূলক আশেকের গান, সব শেষে তবারক বিতরন করা হইবে
Leave a Reply