-
- মতলব উত্তর
- মতলব উত্তরে মইনীয়া যুব ফোরামের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করেন সৈয়দ সাইফুদ্দীন আহমদ
- Update Time : এপ্রিল, ১১, ২০২০, ১১:৩০ অপরাহ্ণ
- 247 View
মো. নাছির উদ্দীন : দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা গেলেন এক হিন্দু বৃদ্ধা। করোনাভাইরাসেই মৃত্যুবরণ করেছেন, সেটাও নিশ্চিত নয়। তারপরেও কাছে এলেন না স্বজনেরা। বাড়ি থেকে অনেক দূরে অবস্থান করায় আসতে পারেননি ছেলেও। অগত্যা প্রতিবেশী মুসলিম যুবকরা এগিয়ে এলেন। লকডাউনের কারণে পরিবহন বন্ধ, তাই কাঁধে করে আড়াই কিলোমিটার দূরের শ্মশানে নিয়ে সৎকার সম্পন্ন করলেন! ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে।
মুখে মাস্ক, মাথায় টুপি পরা যুবকরা প্রতিবেশী হিন্দু বৃদ্ধার মৃতদেহ বয়ে নিয়ে যাচ্ছেন শ্মশানের উদ্দেশে, এই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে। অনেকেই যুবকদেরকে স্যালুট জানাচ্ছেন। মধ্যপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী কমল নাথও শেয়ার করেছেন ছবিটি। সঙ্গে দুই লাইনে লিখেছেন, ‘এটা মানবিকতার বড় একটা উদাহরণ হয়ে থাকলো। এই চিত্র তুলে ধরেছে গঙ্গা-যমুনার চিরায়ত সংস্কৃতিকে। এই দৃশ্য পারস্পরিক সৌহার্দ্য ও ভালোবাসাকে দৃঢ় করবে।’
এ নিয়ে ওই যুবকদের একজন গণমাধ্যমে বলেন, আমরা তাকে ছোটবেলা থেকে চিনতাম। যখন দেখলাম কেউ এগিয়ে আসছে না তখন বিষয়টাকে নিজেদের দায়িত্ব মনে করেছি। এ বিষয়ে ধর্ম আমাদের কাছে মুখ্য নয়।’
Leave a Reply