হাজিগঞ্জ প্রতিনিধিঃ হাজীগঞ্জে করোনা ভাইরাস রোধে সরকারী নির্দেশ অমান্য করায় ৯ দোকান মালিকের ২৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) দুপুরে হাজীগঞ্জ বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে এসব জরিমাা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া।
তিনি বলেন, করোনা ভাইরাস রোধে বেশ কিছু সরকারী নির্দেশনা জারি করা হয়েছে। এসব নির্দেশনা অমান্য করে দোকান খুলে রাখা এবং সামাজিক জন দূরত্ব বজায় না রেখে মালা মাল ক্রয়-বিক্রয় করে জীবন বিপন্ন কারী রোগ ছড়াতে সহায়তা করার অপরাধে ২৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ওই সময় আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিলেন, থানা অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনি, অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মো. আব্দুর রশিদসহ সঙ্গীয় ফোর্স।
Leave a Reply