নিজস্ব প্রতিবেদক : সরকারের পূর্ব নির্ধারিত অসহায় হতদরিদ্রের মাঝে ১০ টাকা করে ৩০ কেজি চালের কর্মসৃচি অব্যাহত রয়েছে। কিন্তু অন্য সময়ের তুলনায় দেশব্যাপী করোনা ভাইরাসে লকডাউন হয়ে পড়ায় হতদরিদ্র কার্ডধারীদের পাশাপাশি মধ্যবিত্ত পরিবারের লোকদেরও চাল নেওয়ার আগ্রহ বেড়েছে।
সোমবার ফরিদগঞ্জের ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়নের লক্ষীপুর আনন্দ বাজার ডিলার মাসুদ খানের চালের আড়ৎতে দেখা যায় এমনি এক বাস্তব চিত্র। পূর্বের প্রায় সাড়ে ৫শ কার্ডধারীর মাঝে চাল বিক্রয় চলমান অবস্থায় নতুন নামে একাধিক মানুষও বিড় জমাতে দেখা যায়।
এ বিষয়ে ডিলার মাসুদ খান বলেন, অতিতের সময় চাল নেওয়ার জন্য কার্ডধারীদের মাইকিং করেও ঠিকমত পাওয়া যায়নি। আজকে হতদরিদ্র কার্ডধারীর পাশাপাশি অনেক মধ্যবিত্ত পরিবারও চাল নেওয়ার জন্য এসেছে। আমরা লিষ্ট অনুযায়ী চাল বন্টন করছি।
Leave a Reply