ষ্টাফ রিপোর্টারঃ তৃণমূল পর্যায় থেকে বিতার্কিক তৈরি করার লক্ষ্যে হাইমচর উপজেলায় বিতর্ক একাডেমীর আত্মপ্রকাশ ঘটেছে। শুক্রবার উপজেলা সদরস্থ আলগীবাজার আদর্শ শিশু নিকেতন জুনিয়র হাইস্কুল সভাকক্ষে বিতর্ক একাডেমীর কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে আদর্শ শিশু নিকেতন জুনিয়র হাইস্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ মাজহারুল ইসলাম শফিককে একাডেমীর প্রধান পৃষ্ঠপোষক হিসেবে ঘোষণা করা হয়। এছাড়া স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে একাডেমীর কার্যকরি কমিটি ঘোষণা করা হয়। সভাপতি আব্দুল্লাহ আল ইমন, সহ-সভাপতি নূরজাহান আক্তার রিপাত, সাধারণ সম্পাদক সালমা সুলতানা ইতি, যুগ্ম সম্পাদক লিখা আক্তার, সাংগঠনিক সম্পাদক রেহানা আক্তার, প্রশিক্ষণ সম্পাদক দোলা দাস দেওয়ান, অর্থ সম্পাদক মিশু আক্তার ও সদস্য নূর-ই আলম মাসুম। এছাড়া উপদেষ্টা পরিষদে প্রভাষক মোখলেছুর রহমান, কাকলি রাণী দাস, রাকিবুল হাসান রাসেল, সংকর ঘোষ, আব্দুর রহমান রিয়াদ, মোঃ ইউনুছ সরদারকে মনোনীত করা হয়।
Leave a Reply