মোঃ জাহিদুল ইসলামঃ চাঁদপুরের হাইমচরে যাত্রীবাহী দু’টি লঞ্চে তল্লাশি চালিয়ে ৫শ’ কেজি (সাড়ে ১২.৫ মণ) ইলিশের পোনা জাটকা জব্দ করেছে কোস্টগার্ড।
বৃহস্পতিবার (৭ জানুয়ারি ) দিনগত রাতে হাইমচর উপজেলায় কর্মরত কোস্টগার্ট টহলরত সদস্যরা অভিযান চালিয়ে এসব জাটকা জব্দ করেন।
শুক্রবার (৮ জানুয়ারি ) সকালে জব্দকৃত জাটকাগুলো নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নির্দেশে ও উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় এতিম খানায় বিতরণ করা হয়।
হাইমচর কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার মোঃ আব্দুল মালেক দৈনিক চাঁদপুর দর্পণ কে জানায়, রাতের অভিযানে বরিশাল টু ঢাকাগামী এম ভি ফারহান ৪ ও এমভি সম্পদ লঞ্চে অভিযান চালিয়ে ৫০০ কেজির মত জাটকা আটক করে। সকালে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রিগ্যান চাকমা সাথে পরামর্শ ক্রমে স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।
তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড এর এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, ডাকাতি দমন ও জননিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অবৈধভাবে মৎস্য আহরণ, জাটকা নিধন রোধে নিয়োমিত অভিযান অব্যাহত থাকবে।
এসময় কোস্টগার্ড টীম ও সিনিয়র উপজেলা মৎস্যকর্মকর্তার প্রতিনিধি মোঃ হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
Leave a Reply