জি এম শরীফ মাছুম বিল্লাহঃ চাঁদপুর জেলার হাইমচর উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌসী বেগম ৮ ব্যক্তি কে ৭ হাজার টাকা জরিমানা করেন।
শুক্রবার হাইমচর উপজেলা চরভাঙ্গা গ্রামের করোনাভাইরাস পজেটিভ ব্যক্তি লকডাউন অমান্য করায় পাঁচ হাজার টাকা জরিমানা করেন বাকি সাত ব্যক্তি মাস্ক না পড়ায় তাদের কাছ থেকে সর্ব মোট ২ হাজার টাকা জরিমানা আদায় করেন।
তিনি এ সময় বলেন, আপনারা প্রয়োজন ছাড়া বাহির হবে না। কেউ রাস্তায় বাহির অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রেখে মুখে মাস্ক নিয়ে বাহির হবেন। যারা আইন অমান্য করবেন তাদের বিরুদ্ধে জেল ও জরিমানা করা হবে। আমাদের এ অভিযান প্রতিদিন চলমান থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার ফেরদৌসী বেগম,পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার প্রমূখ।
Leave a Reply