-
- মতলব উত্তর
- প্রধানমন্ত্রী বাংলাদেশের কৃষকদের জন্যে অনেক সুযোগ করে দিয়েছেন….. ইউএনও স্নেহাশীষ দাশ
- Update Time : ফেব্রুয়ারি, ২১, ২০২০, ৮:০৫ অপরাহ্ণ
- 266 View
জি এম শরীফ মাছুম বিল্লাহঃ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মহান একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন হাইমচর উপজেলা যুবলীগের আহবায়ক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন বেপারী।
রাত ১২টা ১ মিনিটে উপজেলা যুবলীগের নেতৃবৃন্দের অংশগ্রহণে শহীদ মিনারে এ পুষ্পস্তবক অর্পণ কর হয়। একই সময়ে উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠন, অন্যান্য রাজনৈতিক সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিরা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এস এম আল মামুন সুমন, সদস্য কাউসার বেপারী, সুমন সিকদার, ২নং উত্তর ইউনিয়ন যুবলীগ নেতা কবীর পাটওয়ারী, ৩নং দক্ষিণ ইউনিয়ন যুবলীগ নেতা হাজী দেওয়ার হোসেন সুমনসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড যুবলীগের শীর্ষস্থানীয় দায়িত্বশীল নেতৃবৃন্দ।
Leave a Reply