জি এম শরীফ মাছুম বিল্লাহঃ হাইমচর উপজেলার ৬নং চরভৈরবী ইউনিয়নের বাবুচর খলিফা কান্দি এলাকার জিসিপি-৩ প্রকল্পের ও এলজিইডি বাস্তবায়নের কার্পিটিং রাস্তা হঠাৎ করে মেঘনার জোয়ারের স্রোতে বিভিন্ন জায়গায় ভেঙ্গে যোগাযোগ ব্যবস্থা ব্যহত হচ্ছে। রাস্তাটির চলাফেরা ও যানবাহন চলাচলের অনউপযোগী হওয়া জরুরি সংস্কারের দাবি এলাকাবাসী।
সরেজমিনে গিয়ে জানা যায়, হাইমচর উপজেলার সীমান্ত এলাকায় বাবুচর খলিফাকান্দি এলাকায় মেঘনা নদীর জোয়ারের স্রোতে রাস্তার দু পাশ ভেঙ্গে চলাফেরা অনুপযোগী হয়ে পড়েছে। জোয়ারের পানির স্রোতের গতি এত বেশী ছিল রাস্তার কার্পিটিং তুলে বিভিন্ন স্পটে গর্তের সৃষ্টি হওয়ায় গাড়ী চলাচল করতে পারছে না।
এব্যাপারে স্থানীয় লোকজন জানান, গতকয়েকদিন আগে নদীর পানি রেড়ে গিয়ে আমাগো রাস্তার কার্পিটিং তুলে ফেলেছে। বর্তমানের চলাচল করতে পারছিনা। রাস্তায় বিভিন্ন স্থানে ভেঙ্গে গেছে। আমরা রাস্তাটি সংস্কারের জন্য সরকারের প্রতি অনুরোধ করছি।
Leave a Reply