স্টাফ রিপোর্টারঃ হলি আর্টিজান জঙ্গি হামলার অর্থ, অস্ত্র ও বিস্ফোরক সরবরাহকারী এবং ওই হামলা মামলার চার্জশিট ভূক্ত আসামি মো. মামুনুর রশিদ ওরফে রিপন ওরফে রেজাউল করিমকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় তার কাছ থেকে নগদ দেড় লাখ টাকা উদ্ধার করা হয়।
শনিবার গভীর রাতে গাজীপুরের টঙ্গী এলাকার একটি বাস থেকে তাকে গ্রেফতার করা হয় বলে র্যাবের একটি সূত্র নিশ্চিত করা হয়েছে।
প্রসঙ্গত, ২০১৬ সালের ১ জুলাই রাতে কূটনীতিক পাড়া গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলা চালিয়ে ১৭ বিদেশিসহ ২০ জনকে হত্যা করে জঙ্গিরা। তাদের ঠেকাতে গিয়ে দুই পুলিশ কর্মকর্তাও নিহত হন। ওই ঘটনায় গুলশান থানায় সন্ত্রাস বিরোধী আইন, হত্যাকাণ্ড ও তথ্য গোপনের অভিযোগে তিনটি মামলা করে পুলিশ।
Leave a Reply