ক্রীড়া প্রতিবেদক: সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন দক্ষিণ আফ্রিকার জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার এলরিসা থিউনিসে। ২৫ বছর বয়সী এই প্রোটিয়া ক্রিকেটারের সঙ্গে দুর্ঘটনায় নিহত হয়েছেন তার প্রথম সন্তানও। দক্ষিণ আফ্রিকার পক্ষে তিনটি ওয়ানডে ও একটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। বাংলাদেশে নারী দলের বিপক্ষে ইমার্জিং একাদশের হয়ে খেলেন থিউনিসেন। ২০১৩ সালে দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দলেও ছিলেন তিনি। থিউনিসেনের দুর্ঘটনা নিয়ে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) পক্ষ থেকে সংবাদ মাধ্যমকে জানানো হয়, নর্থ ওয়েস্টের স্টিলপন্টেইনে সড়ক দুর্ঘটনায় নিহত হন থিউনিসেন। ঐ দুঘর্টনায় তার প্রথম সন্তানও নিহত হন। থিউনিসেনের মৃত্যুতে শোক বার্তায় সিএসএ বলেন, ‘আমাদের সবার জন্য শোক সংবাদ।
সে (থিউনিসেন) ক্রিকেটর জন্য অনেক কিছু করেছে। জাতীয় দল ও তৃণমূল ক্রিকেটও অনেক অবদান রেখেছেন। সিএসএ পারিবারের পক্ষ থেকে আমি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি তার স্বামী, তার পরিবার, বন্ধু সবাইকে।’ দক্ষিণ আফ্রিকার নারী দলের অধিনায়ক ড্যান ফন নাইকার্ক সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, ‘শান্তিতে থেকো এসরিসা। সৃষ্টিকর্তা তার পরিবার ও বন্ধুদের ধৈর্য্য ধরার শক্তি দিন।’
Leave a Reply